উত্তরদিনাজপুর

বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাবাকে খুন করার অভিযোগে অভিযুক্ত ছেলে গ্রেফতার

বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাবাকে খুন করার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে।  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শ্যামপুরের কাটাঁবাড়ি এলাকায় ঘত্নাতি ঘটেছিল। অভিযোগের ভিত্তিতে  ধৃত ছেলে  রাজু সরকারকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে  গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ রাজুকে রায়গঞ্জের শ্যামপুর এলাকা থেকে  গ্রেফতার করে। উল্লেখ্য,ছেলে  রাজুর সরকারে  বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাবা আনন্দ সরকার ছেলের হাতে খুন হয় বলে অভিযোগ । মঙ্গলবার রাতে বাড়িতে ছেলের বিবাহবহির্ভূত সম্পর্ক এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে চরম বচসার সৃষ্টি হয়। বচসা চরমে উঠলে হাতাহাতিতে পৌছায়। এরই মাঝে আচমকা কাঠের চেলি দিয়ে রাজু আনন্দ সরকারের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় বেধরক মারধর করে। রক্তাক্ত অবস্থায় আনন্দ বাবুকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হলে বুধবার সকালে রায়গঞ্জ জেলা হাসপাতালে মারা যান তিনি। বাবাকে খুনের অভিযোগ দায়ের করে আনন্দ বাবুর মেয়ে  পিঙ্কি সরকার দাস । এরপর থেকে গা ঢাকা দেয় রাজু। বুধবার রাতে  পুলিশের গোপন সুত্রের ভিত্তিতে  পুলিশ রায়গঞ্জের শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করে রাজুকে। বৃহস্পতিবার ধৃত রাজুকে রায়গঞ্জ  জেলা আদালতে তোলা হলে ঘটনার তদন্তের জন্য তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত। যদিও এই ঘটনায় অভিযুক্ত ছেলে রাজু জানায় তাঁর অন্য কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক নেই আর সে তাঁর বাবাকে হত্যা করতে চাইনি ঝগড়া চলাকালীন কাঠের বাটাম দিয়ে পিঠে মারতে যায় কিন্তু আচমকা তা লেগে যায় তাঁর বাবার মাথায়। ফলে মৃত্যু হয়েছে তাঁর।